Showing posts with label পেইন কিলার. Show all posts
Showing posts with label পেইন কিলার. Show all posts

Sunday, 22 January 2023

Headache: মুঠো মুঠো পেইনকিলার আর নয়, ঘরোয়া ও সহজ এই উপায়েই জীবন থেকে উধাও হবে মাথার যন্ত্রণা

 

Headache: মুঠো মুঠো পেইনকিলার আর নয়, ঘরোয়া ও সহজ এই উপায়েই জীবন থেকে উধাও হবে মাথার যন্ত্রণা

আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাথাব্যথার জন্য ব্যথানাশক ওষুধ খাওয়া স্থায়ী নিরাময় নয়। পেইনকিলার খেয়ে সাময়িক উপশম না করে মাথাব্যথার কারণ জেনে স্থায়ী চিকিৎসা জেনে নেওয়া প্রয়োজন।




অফিসে কাজ করতে করতে বা কখনও কখনও রান্না করার সময় হঠাত করে তীব্র মাথা যন্ত্রণা (Headache) শুরু হয়। অনেকসময় সারাদিন ধরেই মাথার ব্যথা কাবু থাকেন অনেকেই। সাইনাস বা মাইগ্রেনের সমস্যা থাকলেও কারণে ও অকারণে মাথার ব্যথা হতেই থাকে। আর সেই যন্ত্রণা থেকে মুক্তি (Remedies of Headache) পেতে মুঠো মুঠো পেইনকিলার (Painkiller), অ্যান্টাসিড খেয়ে নেন। সারাদিন কাজের চাপে বিশ্রাম না পেলে অনেকসময় এক নাগাড়ে মাথাব্যথা হয়ে থাকে। তাই প্রত্যেক মানুষই এক এক সময় মাথার যন্ত্রণা ভোগেন। কিন্তু এই মাথা ব্যথার কারণ কী তা অনেকেই জানেন না। যার কারণে তিনি বারবার মাথাব্যথা করতে থাকেন ও বারবার ওষুধ খেতে থাকেন।

আয়ুর্বেদ বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাথাব্যথার জন্য ব্যথানাশক ওষুধ খাওয়া স্থায়ী নিরাময় নয়। পেইনকিলার খেয়ে সাময়িক উপশম না করে মাথাব্যথার কারণ জেনে স্থায়ী চিকিৎসা জেনে নেওয়া প্রয়োজন।


মাথাব্যথার গোপন কারণ

– অম্লতা,

– স্টাফড সাইনাস,

– পর্যাপ্ত ঘুমের অভাব এবং মানসিক চাপ

– বদহজম,

– গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ইত্যাদি

– অ্যাসিডিটি ও গ্যাসের কারণে মাথাব্যথা

আয়ুর্বেদদের মতে, যদি আপনার পেটের সমস্যা থাকে যেমন অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা থাকে তাহলে মাথাব্যথা শুরু হয়। এমন সমস্যা তৈরি হলে ৫গ্রাম মৌরি বীজ, ১০ গ্রাম জিরা এবং ৫ গ্রাম ধনে বীজ জলে সিদ্ধ করে দিনে দুবার পান করা শুরু করুন। ধীরে ধীরে মাথা যন্ত্রণা উধাও হবে জীবন থেকে।

ঘুমের অভাব ও টেনশনের কারণে মাথাব্যথা

পর্যাপ্ত ঘুমের অভাব বা মানসিক চাপের কারণে মাথাব্যথার সমস্যা হলে তিলের তেল হালকা গরম করে নিন। কুসুম কুসুম গরম তেল দিয়ে মাথা ও শরীরে মালিশ করুন। তারপর স্নান সেরে নিন।

স্টাফড সাইনাস মাথাব্যথা

যাদের গুরুতর সাইনাসের সমস্যা যেমন নাক বন্ধ হয়ে যাওয়া, মাথার দুপাশে ব্যথা হলে নিয়মিত স্টিম নিতে পারেন। এছাড়াও, নেতি ক্রিয়া করেও এই সমস্যাটি দূর করা যেতে পারে।

মাথাব্যথার রয়েছে স্থায়ী নিরাময়

৩ থেকে ৪ মাস ধরে এই টিপসগুলি মেনে চললেই মিলবে উপকার। সেগুলি কী কী, তা দেখে নিন…

আয়ুর্বেদিক চিকিত্সকদের মতে, বেশিরভাগ দীর্ঘস্থায়ী মাথাব্যথা এই প্রতিকারগুলির মাধ্যমে ৩ থেকে ৪ মাস পরে কমে যায়। যেমন-

– নিয়মিত যোগব্যায়াম করুন

– সময়মত ঘুমান

– প্রতিদিন ২ থেকে ৩ লিটার জল খান।

– ফার্মেন্টেড ও অ্যাসিডিক খাবার খাওয়া এড়িয়ে চলুন।

– অফিসে বা বাড়িতে চা-কফি ইত্যাদি নিয়ন্ত্রণ করুন।

আরো জানতে ভিজিট করুন:

আরো জানতে ভিজিট করুন:

আরো জানতে ভিজিট করুন:


Lenmen Graphene-Infused Heating Pad 3X Deeper Pain

🔥 Say Goodbye to Pain with the Lenmen Graphene-Infused Heating Pad! 🔥 🩹 Experience 3X deeper relief for aches, cramps, and tension. ⚡ U...